ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৫:০০, ২০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারের একটি ফ্লোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে তা নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮/৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২২ তলা বিশিষ্ট আহমেদ টাওয়ারের ১৫তলায় এ আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ তথ্যানুযায়ী আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোন তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি